শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএল কর্ণার

ঢাকায় স্পাইক্যাম, চট্টগ্রাম-সিলেটে ড্রোন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিপিএলের প্রতি আসরই সঙ্গী হয় নানা বিতর্কের। যার মধ্যে টিভি সম্প্রচার ও ধারাভাষ্যকারের মান অন্যতম। ভুলভাল বিশ্লেষণ, ব্যাখ্যা, শটের বর্ণনা এমনকি ক্রিকেটারের নাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারেন না এমন ধারাভাষ্যকার দেখা গিয়েছে সবশেষ আসরেও। এদিকে টিভি সম্প্রচারে গ্রাফিক্সের কাজে ছিল চরম অপেশাদারিত্বের ছাপ। প্রতিবারের ন্যায় এবারও অবশ্য আশার বাণী শুনিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী তবে কতটা বাস্তবায়ন হবে সেটা বোঝা যাবে সময় গড়ালেই।

টিভি সম্প্রচারের সমালোচনার বেশ ঝড়ই বয়েছিল সাম্প্রতিক আসরগুলোতে, বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ আসরে তৈরি হয়েছিল বেশ কিছু বিব্রতকর পরিস্থিতি। ক্রিকেটারের বয়স দেখানোর ক্ষেত্রে ভুলভাল তথ্য, এরপর ছিলনা ডিআরএসে স্নিকোমিটার, হটস্পটের মত প্রযুক্তির ছোঁয়া। তবে এবারের আসরে বাড়তি গুরুত্ব পাচ্ছে এসব ব্যাপার জানালেন বিসিবি প্রধান নির্বাহী, ‘আমরা প্রোডাকশনের ব্যাপারে যথেষ্ট গুরত্ব দিচ্ছি । আমরা চেষ্টা করি প্রযুক্তির দিক থেকে যতটা ভালো যেগুলো সেগুলো আনার জন্য। আমরা নরমালি ড্রোন, স্পাইডার ক্যাম এগুলো ব্যাবহার করবো। আজ (গতকাল) যেমন আপনারা স্পাইডার ক্যাম ব্যবহার দেখেছেন এখানে (মিরপুরে)। বাইরের ভেন্যুগুলো যেমন চট্টগ্রাম, সিলেটে আমরা ড্রোন ব্যবহার করবো।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন