শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে বুদ্ধিজীবী দিবস পালিত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ২:১০ পিএম

যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে শহীদদের স্মরণে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শহরের শংকরপুরস্থ বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে যশোর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মঈনুল হক শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদদের স্মৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি রাজেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, যশোর শিক্ষাবোর্ড, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ ও আব্দুর রাজ্জাক কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন