বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ,জেলা বিএনপি বগুড়া প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা জেলা প্রশাসক ফয়েজ আহামদের সভাপতিত্ব বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা,জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।
বেলা১১ টায় আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্ব বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. আমানুল্লাহ, শাহ আব্দুল খালেক, মঞ্জুরুল আলম মোহন প্রমুখ।
জেলা বিএনপি শনিবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে পাকি¯তানি হানাদার বাহিনী আমাদের দেশকে যারা পুনর্গঠন করবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নেতা রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর হেনা
সকালে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন আব্দুল মোত্তালেব মানিক।
সন্ধ্যায় শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ্উদ্যেগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী । প্রধানঅতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। বক্তব্য রাখেন জোটের নেতা এইচ আলিম, রবিউল আলম,আসাদ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন