শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করাচিতে বিজয়ের পতাকা উড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১:১৭ পিএম

সোমবার সকালে ১৬ বলেই জয় তুলে নিলো পাকিস্তান। ১০ বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নেমে পাকিস্তান পেল জয়ের স্বাদ। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ২৬৩ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতল আজহার আলীর দল। এর আগে রাওয়াল পিন্ডিতে দুই দলের প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

পাকিস্তান জয় দেখছিল চতুর্থ দিনই। ৪৭৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ দিনই হারায় ৭ উইকেট। জয়ের জন্য পঞ্চম দিন মাত্র ৩ উইকেট দরকার ছিল পাকিস্তানের। সোমবার ১৬ বলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

সেঞ্চুরিয়ান আসাদা ফার্নান্দো ১০২ রানে দিন শুরু করেন। কিন্তু শেষদিন স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি তিনি। দিনের দ্বিতীয় ওভারে ইয়াসির শাহর বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দেন। এর আগে দিনের প্রথম বলে পেসার নাসিম শাহ তুলে নেন এমবুলেন্দিয়ার উইকেট। সফরকারীদের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন এ পেসার। বিশ্ব ফার্নান্দোকে দুর্দান্ত এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন। রিভিউ নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তাতেও কাজ হয়নি।

দলের জয়ের দিনে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন নাসিম শাহ। গড়েছেন ইতিহাস। সবচেয়ে কম বয়সি পেসার হিসেবে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন। চতুর্থ দিন ৭ উইকেটে ২১২ রান তুলেছিল শ্রীলঙ্কা। আজ শেষ ৩ উইকেট হারিয়ে কোনো রানই পায়নি লঙ্কানরা।

পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কা করেছিল ২৭১ রান। পিছিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কড়া জবাব দেয়। চার সেঞ্চুরিতে তাদের রান ৩ উইকেটে ৫৫৫। ওই রান টপকাতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের ইনিংস উপহার দেওয়া আবিদ আলী ম্যাচসেরা নির্বাচিত হন। সিরিজ সেরার পুরস্কারও উঠে তার হাতে। করাচির আগে রাওয়াল পিন্ডিতেও সেঞ্চুরি পান এ ওপেনার।

দুর্দান্ত জয়ে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তিনে উঠে এসেছে। তাদের উপরে আছে শুধু অস্ট্রেলিয়া ও ভারত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন