শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নতুন বছরে ‘নতুন’ রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নিজেকে নতুন করে ভেঙে গড়ার অভ্যাস ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন নয়। নিজের ‘লুক’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার অভ্যাসটা তো নয়ই। বছরের শুরুতেই ‘নতুন’ এক রোনালদোকে দেখতে পাচ্ছেন সমর্থকেরা।
বড়দিনের ছুটি কাটিয়ে গতকালই অনুশীলনে ফিরেছিল জুভেন্টাস। আর সেখানেই রোনালদোকে দেখে চোখ কপালে উঠে গেছে অনেকের। এ কী রোনালদো? নাকি গ্যারেথ বেল? ধন্দে পড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। নিজের সাবেক ক্লাব-সতীর্থ বেলের মতো ঝুঁটিবাঁধা হেয়ারস্টাইল করে এবার আবারও আলোচনায় এসেছেন রোনালদো। জুভেন্টাসের আগামী ম্যাচ ক্যালিয়ারির বিপক্ষে, সোমবার। সে ম্যাচেই রোনালদোকে তার নতুন হেয়ারস্টাইলে দেখা যাবে।
নতুন বছরে রোনালদোর নতুন এই হেয়ারস্টাইল নিয়ে যথারীতি আলোচনা ছড়িয়ে পড়েছে ফুটবলপাড়ায়। ইন্টারনেটের কল্যাণে ‘ভাইরাল’ হতে সময় নেয়নি মোটেও। তবে ভক্তরা নতুন এই স্টাইলের সুনাম যেমন করছেন, নিন্দুকেরা ধুয়ে দিতেও কার্পণ্য করছেন না। অনেকের মতে, মাঠের ভেতরের ফর্মহীনতা থেকে নজর সরানোর জন্য রোনালদোর এসব উদ্যোগ, ‘আগের মতো আর খেলতে পারে না, তাই এসব করে শিরোনামে থাকার চেষ্টা।’ অনেকে গ্যারেথ বেলের সঙ্গে তুলনা টেনেছেন, ‘বেলকে ভুলতে পারছে না রোনালদো।’ আবার অনেকের মতে বেল নয়, বরং জøাতান ইব্রাহিমোভিচের মতো হেয়ারস্টাইল করতে চেয়েছেন রোনালদো। আবার অনেকের মতে, আগের স্টাইল ফিরিয়ে আনছেন রোনালদো, ‘আপনাদের যদি মনে হয় একবিংশ শতাব্দীতে ছেলেদের ঝুঁটি করার প্রবণতা কমেছে, রোনালদোর সেটা মনে হয় না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন