বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে আ.লীগ সভাপতির বিরুদ্ধে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১১:৪৬ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলসহ যুবলীগ নেতাদের উপর হামলা-মারপিটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুখালী প্রেসক্লাব চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু দুর্নীতিতে নিমজ্জিত রয়েছেন। মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়ে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম এলাকার ধান সংগ্রহ অভিযানে মনিরুজ্জামান বাচ্চুকে দায়িত্ব প্রদান করেন। সংসদ সদস্যকে অবহিত না করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না কিনে চাতুরীর মাধ্যমে মনিরুজ্জামান বাচ্চু নিজেদের লোক দিয়ে ধান কিনে খাদ্য গুদামে সরবরাহ করেন। ফলে প্রকৃত কৃষক ধান বিক্রি করতে পারেনি। গত ৩০ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য মধুখালীতে ৪টি রাস্তা উদ্বোধন করতে আসেন। সংসদ সদস্যের সাথে স্থানীয় যুবলীগ নেতারা উপস্থিত হলে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বাচ্চু যুবলীগ নেতা রইসের উপর হামলা চালায়। ফলে সংসদ সদস্য রাস্তা উদ্বোধন না করেই ফিরে যান। পরবর্তীতে একই দিন যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল ডুমাইন যান। সেখান থেকে ফিরে আসার সময় কামারখালী টোলপ্লাজার কাছে পৌছালে আগে থেকে সেখানে থাকা মনিরুজ্জামান বাচ্চুর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে যুবলীগ নেতাদের উপর হামলা চালায়। এসময় মির্জা আজাউল, শেখ সেলিমুজ্জামানসহ কয়েকজনকে বেধরোক মারপিট করে আহত করে। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করে বলা হয়, মনিরুজ্জামান বাচ্চুর দুর্নীতির কারনে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। মধুখালী উপজেলাকে মাদকের আখড়া বানিয়েছেন তার আশ্রয়ে প্রশয়ে থাকা লোকজন। সব সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাচল করায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর দলীয় লোকজনকে বাদ দিয়ে বিরোধী দলের নেতাদের প্রাধান্য দিচ্ছেন। তার নানা বিতর্কিত কর্মকান্ডের কারনে আওয়ামী লীগ স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে উঠা অনিময়, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় নেতা-কর্মীদের উপর হামলা-মামলার কারনে তাকে দল থেকে অব্যাহতি দিতে আহবান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা যুবলীগের নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন