পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ১ জানুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ২ মাস ব্যাপি সুন্দরবনে সকল নদীখালে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকবে। বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে জেলেদের কাঁকড়া আহরনের পাশ বন্ধ করা হয়েছে। সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি ২ মাস কাঁকড়া সুন্দরবনে নদী খালে ডিম পাড়ে। কাঁকড়া প্রজনন নির্বিঘেœ সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলেদের সাদা মাছ ছাড়া কাঁকড়া আহরণের পাশ বন্ধ করা হয়েছে। তাছাড়া নদী খালে কাঁকড়া আহরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে পরামার্শ দেয়া হয়েছে। এসময়ে সুন্দরবনে টহল জোরদার করা হবে তিনি জানিয়েছেন। সুন্দরবন এলাকার কাঁকড়া আহরণকারীদের সাথে আলাপ করে জানা যায়, বিগত কয়েক বছর ধরে কাঁকড়া প্রজননের সময় সুন্দরবনের কাঁকড়া ধরা নিষিদ্ধ করে, যার ফলে প্রচুর পরিমাণ কাকড়া উৎপাদন হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন