তাবলীগের শুরা পন্থিদের উদ্যোগে আগামী ১০ জানুয়ারী থেকে তিন দিনব্যাপী টংঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এ ব্যাপারে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বিশ্বের ৭০টি দেশের মেহমানসহ ৬৪ জেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নিবেন। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে কাকরাইল জামে মসজিদের তাবলীগের শুরা পন্থিদের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এছাড়া আগামী ১৬ জানুয়ারী থেকে তিন দিনব্যাপী সা’দপন্থিদের তত্বাবধানে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে।
সা’দপন্থিরা মূলধারার কথা বলে ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কুরআন হাদিস বিরোধী কার্যকলাপে জড়িত দিল্লীর সা’দ পন্থিরা আগামীতে যাতে টংঙ্গীর ময়দানে দ্বিতীয় পর্বে ইজতেমা করতে না পারে সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন কাকরাইল জামে মসজিদের তাবলীগের মুরব্বী ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
প্রেস ব্রিফিংয়ে কুরআন হাদিস বিরোধী দিল্লীর সা’দপন্থিদের তাবলীগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আরো যেসব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, কাকরাইল জামে মসজিদের তাবলীগের মুরব্বী মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা আমানুল হক, ক্যাপ্টেন (অব.) ইফতেখার আহমেদ ও আনিসুর রহমান। মাওলানা মাহফুজুল হক বলেন, দাওয়াতে তাবলীগের সকল প্রকার রীতি নীতি ভঙ্গ করে শরীয়ত বিরোধী বক্তব্য দিয়ে সা’দ সারা বিশ্বে বিতর্কিত হয়েছেন। তাবলীগের শুরার ১১ জন মুরব্বীদের উপেক্ষা করে সা’দ নিজেই নিজেকে তাবলীগের আমীর ঘোষণা দিয়েছেন। তার মতে কেউ তাকে তাবলীগের আমীর না মানলে তারা জাহান্নামী। বিতর্কিত সা’দ দিল্লীর নিজামউদ্দিনকে ইসলাম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান ঘোষণা দিয়ে কুফরির আশ্রয় নিয়েছেন। মাওলানা মাহফুজুল হক বলেন, তাবলীগ গোটা বিশ্বে দ্বীনের মেহনতের কাজে আনজাম দিয়ে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন