বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জেএনইউ ঘটনায় বিগ বি নিরব কেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ২:১১ পিএম

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে হামলার ঘটনায় বলিউডসহ সারা ভারত যখন উত্তাল তখন নিরব ভূমিকা পালন করছেন অমিতাভ বচ্চন (বিগ বি)। রোববার একদল দুস্কৃতিকারী ওই হামলা চালিয়ে ছিলো। এরপরই গর্জে উঠে 

ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা, জেএনইউ’র ঘটনার প্রতিবাদে ঝড় উঠতে শুরু করেছে ইন্টারনেটেও।

শাবানা আজমি থেকে স্বরা ভাস্কর কিংবা তপসি পান্নু কিংবা অনিল কাপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র নিন্দা করতে শুরু করেছেন তারকারা। বলিউড তারকাদের প্রতিবাদের তালিকায় নাম নেই অমিতাভ বচ্চনের। রোববার হাত জোড় করে এই ট্যুইট করেন বিগ বি। এরপর থেকেই তাঁর উপর চটতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অমিতাভ কেন মুখ বন্ধ করে রয়েছে, বিগ বি-র কি মেরুদ- নেই বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, এবার মানুষ জড়ো করে টাকা তুলতে হবে। সেই টাকা দিয়ে অমিতাভ বচ্চনের মেরুদন্ডে অস্ত্রপচার করাতে হবে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, জমির সিনেমায় কাজ করেছেন অমিতাভ। অথচ প্রতিবাদের বেলায় নিজের পায়ের তলায় জমি কোথায় গেল বলে অনেকে আঙুল তুলতে শুরু করেন বিগ বি-র দিকে৷ যদিও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে৷

এদিকে, সোমবার ‘মালাং’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন অনিল

কাপুর। তিনি বলেন, জেএনইউতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের চিহ্নিত করে, শিগগিরই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে সুর চড়ান অনিল কাপুর। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পাশাপাশি আদিত্য রয় কাপুরও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন