শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২০২১ সালের বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি ও ১৫ জানুয়ারি

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ২:২৬ পিএম

২০২১ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। রোববার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব তাবলিগের আলমি শুরার শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়। মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়াও বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন বলে ইজতেমার দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আ’ম বয়ান শুরু করেন ভারতের মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আ’ম বয়ান শুরু করেন পাকিস্তানের মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোহাম্মাদ নাঈমুল হাসা। ৮ জানুয়ারি, ২০২১, ৫:৩৩ পিএম says : 0
সাধারণপাবলিক কি ইজতেমায় আসতে পারবে??. এটা আমার বিশেষ প্রশ্ন কিছু মনে না করলে দয়া করে বলবেন।
Total Reply(0)
মোহাম্মাদ নাঈমুল হাসা। ৮ জানুয়ারি, ২০২১, ৫:৩৫ পিএম says : 0
সাধারণপাবলিক কি ইজতেমায় আসতে পারবে??. এটা আমার বিশেষ প্রশ্ন কিছু মনে না করলে দয়া করে বলবেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন