শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এ বছরই বিয়ে করতে চান পপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চিত্রনায়িকা পপির চলচ্চিত্রের ক্যারিয়ার ২২ বছরের। এর মধ্যে অসংখ্য সিনেমা করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জণেরও শিকার হয়েছেন। এসব গুঞ্জণ উড়িয়ে দিয়ে এখনও তিনি অবিবাহিত। তবে এখন বিয়ের কথা ভাবছেন। সৎ ও যোগ্য পাত্র পেলে এ বছরেই বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি। গত বছরই বিয়ে করতে চেয়েছিলেন বলে জানান তিনি। সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করতে পারেননি। এ ধরনের পাত্র পেলে এ বছরই বিয়ে করবেন। পপি বলেন, সত্যি কথা কী একজন ছেলে, জান খেয়েছ, জান ঘুমিয়েছো লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলেকে বিয়ে করতে চাই না। সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। মোট কথা স¤পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না। পপি বলেন, আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভÐ, চরিত্রহীন ও মিথ্যাবাদী। তাই প্রেমে আগ্রহ হারিয়ে ফেলেছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MD. ABDULLAH AL - MAMUN ১৭ জানুয়ারি, ২০২০, ৯:১৯ এএম says : 0
i am ok
Total Reply(0)
MD. ABDULLAH AL - MAMUN ১৭ জানুয়ারি, ২০২০, ৯:২১ এএম says : 1
i am agree with popy
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন