শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে অধরা খানের পাগলের মতো ভালোবাসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা অধরা খান। তার অভিনীত শাহীন সুমনের পাগলের মতো ভালবাসি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ভালোবাসা দিবসে উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমায় অধরা খানের বিপরীতে আছেন দুই নায়ক আসিফ নূর ও সুমিত সেন। শাহীন সুমন বলেন, ‘আমরা সিনেমাটির শুটিং শেষ করেছি বেশ কিছুদিন আগে। চলতি মাসেই সেন্সর বোর্ডে জমা দেব। ভালোবাসা দিবসে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে শেষ ধাপের কাজ করছি।’ তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক মিষ্টি প্রেমের গল্প বড়পর্দায় দেখতে চায়। সিনেমাটি একেবারেই প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত। তবে বর্তমান সময়ের চিত্রও উঠে আসবে। সবকিছু মিলে দর্শক পছন্দ করবেন বলে আশা করছি।’ অধরা খান বলেন, এর আগে দুটি সিনেমা মুক্তি পেলেও আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। এটি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা হচ্ছে। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার গল্পের সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, দর্শকও সিনেমাটি উপভোগ করবেন। সিক্স ডি প্রযোজিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন