বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভালোবাসা দিবস উপলক্ষে ৮ম বারের মতো ‘ক্লোজআপ’ নিয়ে আসছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’। দর্শকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার গল্প থেকে বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে বানানো হয়েছে এবারের তিনটি নাটক। এবারের বিজয়ী তিন গল্পকার হলেন আহমেদ সেজান, শাহনেওয়াজ মিঠু এবং জেরিন তাসনিম মেধা। ভালোবাসা কখনো নিয়ম মেনে আসে না। ভবিষ্যতের চিন্তা, বয়স, জাতি, ধর্ম- এসব বিবেচনা করে ভালোবাসার সূচনা হয় না। তবুও অনেক নিয়ম-বাঁধার কারণে অস¤পূর্ণ থেকে যায় অনেক ভালোবাসার গল্প। ভালোবাসার শেষটা না দেখলেও, গল্পটি ভালোবাসার মানুষের মনে থেকে যায় শেষ পর্যন্ত। কাছে আসার ইচ্ছেটা হয়তো শেষ হয় না কখনোই। অস¤পূর্ণ এসব ইচ্ছেকে পূর্ণতা দিতে ইউনিলিভার বাংলাদেশ-এর এক নম্বর জেল টুথপেস্ট ব্র্যান্ড ‘ক্লোজআপ’ সবসময় অনুপ্রাণিত করে বাঁধা পেড়িয়ে ভালোবাসার মানুষের কাছে আসার। এরই ধারাবাহিকতায় অসমাপ্ত ভালোবাসার গল্পগুলোকে উদযাপন করতে এবছর ‘কাছে আসার অসমাপ্ত গল্প-২’ আসছে অসমাপ্ত ভালোবাসার নাটক নিয়ে। গতবারের মতো এবারও তিনটি নাটকের একটি পরিচালনা করছেন স্বনামধন্য পরিচালক অনম বিশ্বাস। আহমেদ সেজান-এর পাঠানো গল্প অবলম্বনে অনম বিশ্বাস-এর নির্মানাধীন নাটকটির নাম ‘তোমার পাশে হাঁটতে দিও’। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার ও সুনেরা বিনতে কামালকে। তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন প্রথমবারের মতো পরিচালনা করছেন ভালোবাসা দিবসের একটি নাটক। ‘শেষটা সবাই জানে’ শিরোনামের এই নাটকটি নির্মিত হচ্ছে শাহনেওয়াজ মিঠু-এর গল্প অবলম্বনে। এই নাটকে মূল চরিত্রে আছেন সুপরিচিত অভিনেত্রী সাফা কবির এবং মেনস ফেয়ার অ্যান্ড লাভলী ‘কে হবে মাসুদ রানা?’-এর রানার্স আপ জুনায়েদ। জেরিন তাসনিম মেধা-এর পাঠানো গল্প থেকে নির্মিত হচ্ছে ‘তোমার কাছেই যাবো’ শিরোনামের নাটকটি। এ সময়ের আলোচিত তরুণ নির্মাতা তানভীর আহসান-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ সাইদ জামান শাওন ও আয়েশা খান। প্রতিবছর নাটকগুলোর পাশাপাশি সমান জনপ্রিয়তা পায় নাটকের গানগুলোও। এবারের ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প-২’-এর সঙ্গীত পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, আহমেদ হাসান সানি এবং জাহিদ নীরব। এবারের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ নিয়ে নির্মাতাসহ নাটকের সাথে স¤পৃক্ত সবাই বেশ উৎসাহী। সবাই আশা করছেন, পরিচালকদের দক্ষতা, যোগ্যতা আর এক ঝাঁক জনপ্রিয় তারকার অভিনয় গুণে ভালোবাসা দিবসের নাটকগুলো প্রতিবারের মতোই দাগ কাটবে দর্শকদের মনে। নাটক তিনটি প্রচার হবে ১৪ ফেব্রæয়ারী রাত ৮.০০ টায় একসাথে দেশের ১৩টি টিভি চ্যানেলে। এছাড়াও লোকাল ডিজিটাল প্ল্যাটফর্মে নাটক তিনটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যেকোনো সময়ে উপভোগ করতে পারবেন দর্শকরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন