শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র
২ ছাপাক
৩ দরবার
৪ গুড নিউজ
৫ দাবাঙ থ্রি

ছাপাক
এসিড সহিংসতার শিকার লক্ষ্মী আগারওয়ালের অভিজ্ঞতা নিয়ে মেঘনা গুলজার পরিচালিত ড্রামা ফিল্ম।
দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় মালতী (দীপিকা পাডুকোন)। এসিডে চেহারা ও শরীরের কিছু অংশ ঝলসে তার স্বাভাবিক জীবনের গতি রোধ করে দিলেও সে উঠে দাঁড়াতে চেষ্টা করে। চাকরি খোঁজা শুরু করে মালতী। একসময় অমলের (বিক্রান্ত মাস্সি) সঙ্গে তার পরিচয় হয়। অমল ছায়া নামে একটি এনজিও চালায়। এই এনজিওটি এসিড সহিংসতার শিকার নারীদের নিয়ে কাজ করে। তাদের পুনর্বাসন আর আইনি সহায়তা দেয়াই ছায়ার কাজ। আরও এসিড দগ্ধ নারীর সঙ্গে তার দেখা হয়। এর মধ্যে সে কয়েকবার প্লাস্টিক সার্জারি করায় এসিডদগ্ধদের সহযোগিতায় মালতি খোলা বাজারে এসিড বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) মামলা করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন