শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপির কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

আহত ২৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পৃথক স্থানে নির্বাচনী প্রচারনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীসহ ২৩ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা উত্তর সিটির ১৮ ও ৫০ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। হামলায় ১৮নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল ও ৫০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিমুদ্দিন আহত হয়েছেন। তবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েলে জানান, আওয়ামী প্রার্থী জাকির হোসেন বাবুলের নেতৃত্বে¡ আওয়ামী লীগের লোকেরা তার নির্বাচনী গণসংযোগে হামলা চালায়। হামলার সময় পুলিশ উপস্থিত ছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গণসংযোগে হামলার পর দুর্বৃত্তরা বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা চালায়। এতে প্রায় ১১ জন আহত হয়। অন্যদিকে ৫০নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিমুদ্দিন জানান, গতকাল বিকালে ওয়ার্ডে গণসংযোগ করে ফেরার পথে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকরা তাকে ছুড়িকাঘাত করে। এসময় পাশে থাকে নেতাকর্মীদের উপর বেপরোয়া ভাবে হামলা চালায়। তিনিসহ এঘটনায় ১২ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার পরপর হাসপাতালে ছুটে যান বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সেখানে আহত কর্মীদের খোঁজ খবর নেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা চালানো হয়ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন