রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১ স্ট্রিট ডান্সার থ্রিডি
২ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র
৩ পাঙ্গা
৪ ছাপাক
৫ দরবার

স্ট্রিট ডান্সার থ্রিডি
রেমো ডি’সুজা পরিচালিত ডান্স ড্রামা। একই পরিচালকের ২০১৩’র এবিসিডি : এনি বডি ক্যান ডান্স’-এর সিকুয়েল ‘এবিসিডি টুর সিকুয়েল। ইনায়াত (শ্রদ্ধা কাপুর) আর সাহেজ (বরুণ ধাওয়ান) যথাক্রমে রুল ব্রেকার্স এবং স্ট্রিট ডান্সার্স নামে দুই প্রতিদ্বন্দ্বী নাচের দলের প্রধান। ইনায়াত যেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে তেমনি সাহেজ করে ভারতের। তাদের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে উপস্থাপন করার আশা। সামনে তাদের বড় এক প্রতিযোগিতায় মুখোমুখি হতে হবে। লন্ডনের রাজপথে স্ট্রিট ডান্সার হিসেবে তাদের দুজনেরই খ্যাতি আছে এবার তাদের মুখোমুখি হতে হবে বড় এক মঞ্চে। দলগতভাবে তাদের মোকাবেলা করতে হবে পরস্পরকে কিন্তু এর প্রতিযোগিতা তাদের একান্ত জীবনকে চরমভাবে প্রভাবিত করে। কে হবে পরম স্ট্রিট ডান্সার। কার দল শেষ পর্যন্ত শিরোপা পাবে?
ছবিঃ স্ট্রিট ডান্সার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন