শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

করোনা দাবানল পঙ্গপাল আল্লাহর শক্তির নিদর্শন

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মানুষ যত বড় গুনাহ করে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে নিরাপদ ও শক্তিশালী মনে করা। এটি চিন্তা ও মননের গুনাহ। কুফুরীর অংশ। এর বিপরীতে ঈমানী চেতনা হচ্ছে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত মানুষ আল্লাহর রহমত, দয়া ও অব্যাহত আনুক‚ল্যের ভিখারী।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুসলিম বিশ্বের নানাস্থানে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ, রোগী কেউ তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। যখন তারা নির্বিচারে হাসপাতালে, কিন্ডারগার্ডেনে, বরযাত্রীর ওপর, মসজিদ ও হেফজখানায় বোমাবর্ষণ করছে, তখন সারা মুসলিম বিশ্বে অসহায় মুসলিমরা কুনুতে নাজেলা পড়েছেন।

দুনিয়ার মানুষ কেবল দোয়া করেছে। মুসলমানদের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছিলেন, যাদের কেউ শাস্তি দেয়ার ক্ষমতা রাখে না, মুজাহিদরা জিহাদ চালিয়ে শেষ পর্যন্ত তাদের গর্বকে খর্ব করবে। আল্লাহর সৈনিকরা-এর প্রতিউত্তর দিবে।

আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর তোমার প্রভুর সৈনিকদের সম্পর্কে কেবল তিনিই জানেন। আর কেউ জানে না। (আল কোরআন)। নবী করিম সা. বলেছেন, দোয়া মুমিনদের অস্ত্র। (আল হাদিস)।

মুফাসসিরগণ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর সৈনিক। তিনি জল, স্থল ও অন্তরীক্ষ ব্যবহার করে যুগে যুগে নাফরমান জাতিকে শাস্তি দিয়েছেন। বুঝিয়েছেন যে, মানুষ কোনো ক্ষমতাই রাখে না। ক্ষমতা তো দূরের কথা, আল্লাহ পরিবেশ বজায় না রাখলে বিশ্ব চরাচরে মানুষ জীবনধারণও করতে পারবে না। অনেক সময় অসহায় মানুষ জানে না সে কী করবে।

যদি বলা হয় দোয়া করো, তাহলে দৃঢ় বিশ্বাস নিয়ে চোখের পানি ফেলে কিছু মানুষ দোয়াও করতে চায় না। এদের মনে বস্তুবাদ বেশি প্রবল। আধ্যাত্মিকতা দুর্বল। আধুনিক মনা অনেক মুসলিম নেতাও দোয়ার গুরুত্ব বুঝতে চান না। অথচ, নবী সা. দোয়াকে বলেছেন, ঈমানদারের অস্ত্র।

এক হাদিসে আছে, আল্লাহ বলেন, আমি সেসব বন্দার জন্য নিজে কৌশল করি। যাদের জন্য কোনো কৌশলি নেই। এরপর এমনভাবে ফলাফল বের করে আনি, দুনিয়ার কৌশলকারীরা হতভম্ব হয়ে যায়। আমার কৌশলই জয়ী হয়। তবে, বন্দার কাছে মনে হয়, সবকিছু এত দেরীতে হচ্ছে কেন। (হাদিসে কুদসীর ভাবানুবাদ)।
আমাদের নবী সা.-এর বিশেষ মর্যাদা হচ্ছে, তার উম্মতের ওপর প্রতিকী শাস্তি আসবে, আবার তওবার সুযোগ দেয়া হবে। অতীত জাতিসমূহের মতো গজব দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে না।

কেনিয়ায় ফসলের ক্ষেতে পঙ্গপালের যে আক্রমণ তা এখন গোটা দেশকে আচ্ছন্ন করে ফেলছে। অস্ট্রেলিয়ায় কেয়ামত সদৃশ দাবানল পৃথিবীবাসীকে হতবাক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রে গত বিশ বছরে বড় বড় ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা তাদের সাজানো জীবনযাত্রাকে বার বার তছনছ করেছে।

বর্তমানে চলছে চীনসহ বিশ্বের বহু রাষ্ট্রে করোনা আতঙ্ক। একটি শহরেই দুই কোটি মানুষ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অসহায়ের মতো বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাদের লাশ নেয়ার লোকেরা ভীত সন্ত্রস্ত।
চীনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে বহু দেশের। দক্ষিণ কোরিয়ায় এ আতঙ্ক ছড়াচ্ছে। চীনের ৩৪টি প্রদেশই আতঙ্কের আওতায় এসে গেছে। ঈমানদাররা এসবে যত না ভয় পায়, তারচেয়ে বেশি ঈমানী উপলব্ধি তাদের বাড়ে। গুনাহ খাতা থেকে তারা তওবা করে।

জীবন মৃত্যু আল্লাহর হাতে এ বিশ্বাস থাকায় তাদের ততটা অসহায় বোধ হয় না। সমস্যা হয় অবিশ্বাসী নাস্তিকদের। তাদের জন্য এসব নিদর্শন আল্লাহর অপরিসীম শক্তি ও ক্ষমতার নিদর্শন। তাদের প্রতি এসব আল্লাহর সতর্কবাণী। উন্মুক্ত দাওয়াত। যেন তারা আল্লাহকে চিনে। তার প্রতি ঈমান আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (22)
Mredul Hassain ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১১ এএম says : 0
The most excellent headline of 2020.Thanks
Total Reply(0)
Adnan Iqbal ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১১ এএম says : 0
অসংখ্য ধন্যবাদ এই সমস্ত নিউজ প্রকাশ করার জন্য!!এডমিন কে ও ধন্যবাদ!
Total Reply(0)
Md Swapon Ahmmed ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১১ এএম says : 0
সত্যিই অনেক ভালো লাগলো নিউজ টা পড়ে।আল্লাহ সবাই কে বুঝবার জ্ঞান দেন।
Total Reply(0)
MD Nazim ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১১ এএম says : 0
আল্লাহ মহান
Total Reply(0)
Zia Rehman ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৩ এএম says : 0
এই করোনা ভাইরাস থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক ,
Total Reply(0)
Ahamed Zakir ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৩ এএম says : 0
আল্লাহ আমাদের সহায় হক আমিন
Total Reply(0)
Bely Rahman ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৪ এএম says : 0
আল্লাহ পাক সুরক্ষিত করুন বিদেশ থেকে আগত যারা আর সুরক্ষিত করুন আমরা যারা দেশে আছি তাদের। মহান প্রভু নিশ্চয়ই দয়ালু এবং ক্ষমাশীল।
Total Reply(0)
Nazmin Sultana ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৪ এএম says : 0
আল্লাহ বলেছেন যদি কোনো শহরে মহামারী হয় বাহির থেকে কেউ শহরে যাবে না যারা আছো তারাও বের হবে না।
Total Reply(0)
Miah Muhammad Jakaria ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৬ এএম says : 0
আয়েশা (রা) থেকে বর্ণিতঃ তিনি মহামারী রোগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা শাস্তি আল্লাহ যাকে চান তার উপর এটা পাঠান। তিনি এটাকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। কোন মুমিন বান্দা মহামারী রোগে আক্রান্ত হলে যদি সে তার এলাকায় সবর সহকারে সওয়াবের নিয়াতে এ কথা জেনে- বুঝে অবস্থান করে যে, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতেই সে আক্রান্ত হয়েছে, তবে সে শহীদের সাওয়াব পাবে। (বুখারী -৩৪৭৪, ৫৭৩৪, ৬৬১৯)
Total Reply(0)
Jalal Sikdar ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৬ এএম says : 0
আল্লাহ সব কিছুর সমাধান দেবে মুসলিম হয়ে যাও হারাম খাওয়া ছেড়ে দাও মুসলিম ধর্ম মান। তবেই রক্ষা পাবে ভাইরাস থেকে
Total Reply(0)
মোহাম্মদ জিয়ার আলী তাইয়াব ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫০ এএম says : 0
বর্তমান পৃথিবীর জানিনা শেষ যুগের সময় চলতেছে এখন পৃথিবীর বুকে চলছে রাষ্ট্র ক্ষমতা শক্তি ক্ষমতা প্রদর্শনের বিশ্ব কোন ভ্রুক্ষেপ নেই কোন মায়া নেই কোন সভ্যতা নেই কোন চিন্তা নেই পৃথিবী নামক একটি গ্রহ 700 কোটি মানুষ আবাসস্থল তাদের জীবনকে যাত্রাকে সম্মত উন্নত করা শুধু আছে শক্তি শক্তি শক্তি প্রদর্শন ধর্মের মানুষের বিশ্বাস করে পৃথিবী নামক গ্রহে একজন কন্ট্রোল করে যে যাই নামে ডাকো না কেন আমি মুসলমান আল্লাহ বলি অন্যান্য ধর্মের মানুষ যে যা বলে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ আমাদেরকে পৃথিবী কে দান করেছেন গ্রুপ এখানে প্রতিটা বস্তু জাগতিক বস্তুর আমাদের কল্যাণের জন্য যা কিছুই পৃথিবীতে ঘটতেছে তৈরি হইতেছে উন্নত দিকে ধাবিত হয়েছে তার প্রতিকার শূন্য থেকে শুরু করে দেয় আল্লাহর বিশেষ নেয়ামত মাধ্যমে মানুষ মনে করে না এটা আমি করতেছি এটাই মানুষের ভুল এটাই মানুষের অহংকার এ প্রতি অনেক খারাপ পৃথিবীতে আমরা যখন নতুন কোন কিছু আবিষ্কার করি তখন একজন একজনকে ধন্যবাদ জানাই তাহলে কি মানব কল্যাণের জন্য এত বড় একটি গ্রহ আল্লাহ আমাদেরকে দান করেছেন উনার কি শুকরিয়া আদায় করব না আমরা আল্লাহর শুকরিয়া কারীকে পছন্দ করেন ক্ষমতার দাম্ভিকতা বাস্তবতার নিরিখে আমরা আমাদের রাষ্ট্রপতি চিন্তা করতে পারি আমাদের পর্যটন এখন কোথায় আছে যেভাবে চলার কথা আপনাকে সেইভাবে চলছে সবাই বলে আমরা উন্নতির দিকে ধাবিত হচ্ছি তাহলে কেন এত রাহাজানি খুনখারাবি ধর্ষণ বিশ্ববাসীকে একটু চিন্তা করে যুগে যুগে প্রতিফলিত হয়ে আছে যখনই কোন রাষ্ট্র তার রাষ্ট্রব্যবস্থাকে মানুষের কল্যাণে ব্যয় না করে শক্তি-সামর্থ প্রদর্শন করবে অন্যায় করবে তাহলে সেই দেশে আল্লাহর প্রদত্ত গজব নাজিল হবে ইতিহাসে এই নমুনা অনেক দেখতে বিশেষ করে অস্ট্রেলিয়ায় দাবানল কেনিয়ার পঙ্গপাল সেই সাথে নতুন নিজেকে জাহির করার দেশ চীন কলটা ভাইরাসে আক্রান্ত এখনো সময় আছে আল্লাহকে স্মরণ করি যে যার ধর্ম থেকে আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করুক সেইসাথে ধর্মীয় আদর্শের চলার তৌফিক দান করুক
Total Reply(0)
Mohammad Ibrahim khalil ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১১ এএম says : 0
এই ধরনের সংবাদ যেন সব সময় পাই। তাহলে আমরা অনেক কিছু যানতে পারবো। যাযাকাল্লাহু খাইরান।
Total Reply(0)
মোঃ রাশেদুল ইসলাম ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১০ এএম says : 0
আপনার কথা গুলো তথাকথিত আলেম থেকে ভিন্ন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করুক
Total Reply(0)
gil ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৩ পিএম says : 0
Best article.We need more Article like this. Thanks.
Total Reply(0)
gil ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৫ পিএম says : 0
লেখাটা অনেক ভাল হইসে।এরকম আরো লেখা চাই।
Total Reply(0)
Maksudur Rahman ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫১ পিএম says : 0
মানুষ যত বড় গুনাহ করে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে নিরাপদ ও শক্তিশালী মনে করা। এটি চিন্তা ও মননের গুনাহ। কুফুরীর অংশ। এর বিপরীতে ঈমানী চেতনা হচ্ছে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত মানুষ আল্লাহর রহমত, দয়া ও অব্যাহত আনুক‚ল্যের ভিখারী।
Total Reply(0)
Maksudur Rahman ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫১ পিএম says : 0
মানুষ যত বড় গুনাহ করে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে নিরাপদ ও শক্তিশালী মনে করা। এটি চিন্তা ও মননের গুনাহ। কুফুরীর অংশ। এর বিপরীতে ঈমানী চেতনা হচ্ছে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত মানুষ আল্লাহর রহমত, দয়া ও অব্যাহত আনুক‚ল্যের ভিখারী।
Total Reply(0)
Maksudur Rahman ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫১ পিএম says : 0
মানুষ যত বড় গুনাহ করে তার মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে নিরাপদ ও শক্তিশালী মনে করা। এটি চিন্তা ও মননের গুনাহ। কুফুরীর অংশ। এর বিপরীতে ঈমানী চেতনা হচ্ছে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত মানুষ আল্লাহর রহমত, দয়া ও অব্যাহত আনুক‚ল্যের ভিখারী।
Total Reply(0)
মোঃলোকমান হোসাইন ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪১ পিএম says : 0
আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন।
Total Reply(0)
মোঃলোকমান হোসাইন ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪২ পিএম says : 0
আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন।
Total Reply(0)
ইজাহারুল হক তাওহীদ ২০ মার্চ, ২০২০, ১:০৩ এএম says : 0
আল্লাহ মহান ও তিনিই সর্বশক্তিমান, পঙ্গপাল, দাবানল, করুনা সবই তার নিদর্শন। সবাই তওবা করুন এবং সঠিকরুপে ঈমানী দ্বায়িত্ব পালন করুন।
Total Reply(0)
Amir Ullah ২৮ এপ্রিল, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
আল্লাহ মহান
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন