শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কামারপুকুর ইউপি সদস্যের শপথ গ্রহণ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে নির্বাচিত মো. রাজু হোসেন সরকারের শপথ গ্রহন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেণ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ তাকে শপথ বাক্য পাঠ করান।
এ শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানসহ সংশ্লিষ্ট ইউপির গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গত ৩০ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মো. রাজু হোসেন সরকার বৈদ্যুতিক পাখা প্রতীকে ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আইনুল হক মারা যান। তার মৃত্যুতে নির্বাচন কমিশন ওই ইউপির তিন নম্বর ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষণা করে উপনির্বাচনের তফশীল ঘোষণা করে। ঘোষিত তফশীল অনুযায়ী গত ৩০ ডিসেম্বর তিন নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন