শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

উপনির্বাচনে শাবানা নন প্রার্থী হতে চান তার স্বামী ওয়াহিদ সাদেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবানা কি নির্বাচন করতে যাচ্ছেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এ প্রশ্ন ওঠার কারণ তার নির্বাচনী এলাকা যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে স্বামী ওয়াহিদ সাদেককে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামা। গত ২১ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। ২৮ জানুয়ারি জাতীয় সংসদে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর থেকেই এই আসনে পুনঃনির্বাচনের জন্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে রয়েছেন ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীণ সাদেক। তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে শাবানাও স্বামীসহ নির্বাচনী জনসংযোগ করছেন। ওয়াহিদ সাদেকের বাড়ি কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে। সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকর বাড়িও বড়েঙ্গা গ্রামে। ইসমাত আরা সাদেক ও শাবানার শ্বশুরবাড়ি এক বাড়িতে। সম্পর্কে তারা জা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গত মঙ্গলবার দুপুরে কেশবপুরে এসে গণসংযোগ শুরু করেছেন শাবানা ও ওয়াহিদ সাদেক। জনসংযোগ শেষে বড়েঙ্গা গ্রামের বাড়িতে তারা সংবাদ সম্মেলন করেন। শাবানা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গত নির্বাচনে প্রার্থী হতে বলেছিলেন। আমি নিজের পরিবর্তে আমার স্বামীর জন্য নৌকার মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী আবারও এলাকায় কাজ করার জন্য বলেছেন। এ জন্য আমরা মাঠে নেমেছি। সুযোগ পেলে আমরা প্রিয় এলাকার উন্নয়নে কাজ করতে চাই। ওয়াহিদ সাদেক বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে তারা এলাকায় এসেছেন এবং জনসংযোগ শুরু করছেন। এজন্য নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে শাবানা নিজে নির্বাচন করবেন নাকি ওয়াহিদ সাদেক করবেন এ প্রশ্নে শাবানা বলেন, কেশবপুর আমার শ্বশুরবাড়ি। এখান থেকে প্রার্থী হলে আমার স্বামীই হবেন। আমি তার জন্য আপনাদের সমর্থন প্রার্থনা করছি। ওয়াহিদ সাদেক বলেন, কেশবপুর আমার জন্মস্থান। ফলে জন্মস্থানের উন্নয়নে সবসময় কাজ করার তাগিদ বোধ করি। এজন্য এ অঞ্চলের জনপ্রতিনিধি হতে আপনাদের সমর্থন কামনা করছি। তবে প্রার্থী হওয়ার বিষয়টি নির্ভর করছে দলের হাই কমান্ডের সিদ্ধান্তের ওপর। এদিকে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে। ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন কখনো জনসভা করেননি। এবার গণসংযোগের তাদের আগমনের জন্য বড়েঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন