মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করলেন শ্রদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩০ পিএম

ভারতীয় সেনাবাহিনীতে মহিলারা কমান্ডার হতে পারেন না, সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেয়ার পরেই সেলেব্রিটি মহলে উঠেছে নিন্দের ঝড়। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘একজন মহিলার ভূমিকা কী হওয়া উচিত, সেটা কেউ নির্ধারণ করে দিতে পারেন না।’ ‘থাপ্পড়’-এর প্রচারের ফাঁকেই ইনস্টাগ্রামে সরকারের এই মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিয়েছেন তাপসী পান্নু। ভারতীয় মহিলাদের সম্পর্কে তাপসী লিখেছেন, ‘আমরা তাকে পুজো করতে পারি। তাকে ভালবাসতে পারি। তার অপমান করতে পারি। কিন্তু তার কাছ থেকে নির্দেশ নিতে পারি না।’

প্রতিবাদে শামিল পরিচালক সুজিত সরকারও। নৌসেনা, বিমানবাহিনী এবং সেনাবাহিনীর অন্য অফিসারদের উদ্দেশে বলেছেন, ‘যদি মহিলাদের সম মর্যাদার মনে করেন, তবে তাদের নির্দেশ দেয়ারও অধিকার দেয়া হোক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন