বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

ইবিতে ডিজিটাল লাইব্রেরী এক্সেস সেন্টারের উদ্বোধন

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডিজিটাল লাইব্রেরি এক্সেস সেন্টার’ চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরীর সকল বইয়ের তথ্য অনলাইনের মাধ্যমে পাবে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গন্থাগারে ‘ডিজিটাল লাইব্রেরি এক্সেস সেন্টার’র উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গ্রন্থাগারিক আক্কাস পাঠান উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ডিজিটাল লাইব্রেরি এক্সেস সেন্টারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে ঢুকে শিরোনাম বইয়ের তালিকা, সংক্ষিপ্ত বর্ণনা সহ তার লোকেশন খুজে পাবে।
এছাড়া এর মাধ্যমে গ্রন্থাগারে থাকা প্রতিটি বইয়ের নির্দিষ্ট বার কোড দিয়ে অনুসন্ধান করলেও বইয়ের নাম, লেখক, প্রকাশনী, বইয়ের বিষয় এবং বইটি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে বিশ‌্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আতাউর রহমান বলেন,“শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল লাইব্রেরি এক্সেস সেন্টার চালু করা হয়েছে। এটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন