শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

প্রবাসে শ্রমিকদের বিড়ম্বনা, পাসপোর্ট করার ক্ষেত্রে দালাল মুক্তি চাই

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রেমিট্যান্স বৃদ্ধিতে প্রবাসী বাঙালিদের অবদান অনস্বীকার্য। কিন্তু ইদানীং প্রবাসী বাঙালিদের নির্যাতনের খবর আমাদের ভাবিয়ে তুলছে। প্রবাসী বাঙালি পুরুষ শ্রমিকরা আজ কাজ পাচ্ছেন না। লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন অথচ সেখানে কর্তৃপক্ষ যে সুযোগ-সুবিধা দেওয়ার কথা তা দিচ্ছে না। ফলে বাঙালি শ্রমিকরা চরম অসহায়ত্ব বরণ করে দিন কাটাচ্ছেন দুঃখ কষ্টে। অনেকে জায়গা-জমি বিক্রি করে সর্বহারা হয়ে বিদেশে যাচ্ছেন অধিক টাকা আয়ের আশায়। কিন্তু সেখানে গিয়ে যদি কাজে জটিলতা সৃষ্টি হয় বা সময়মতো কাজ না পাওয়া যায় তাহলে বিদেশ যাওয়া শ্রমিকরা এ দুঃখ রাখবে কোথায়? অনেকের আবার বিদেশে বৈধ কাগজপত্র না থাকার কারণে জেলে যেতে হচ্ছে। অনেক নারী দালালদের খপ্পরে পড়ে বিদেশে টাকা উপার্জনের জন্য পাড়ি জমান। ক›দিন যেতে না যেতে এই নারী শ্রমিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে থাকেন। এ অবস্থায় সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে বিদেশে বা প্রবাসে থাকা সব বাঙালির ওপর সঠিক নজর রাখতে হবে। নির্যাতিত সব শ্রমিককে দেশে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অসাধু দালালদের আইনের আওতায় আনতে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিক পাঠানোর আগে ভাবতে হবে, নারীদের সঠিক দায়িত্ব ও সুযোগ-সুবিধা পাবে কি-না? বিদেশে শ্রমিক পাঠানোর আগে যথাযথ কর্তৃপক্ষকে সচেতন হতে হবে আর তা না হলে প্রবাসী বাঙালিদের দুঃখ কমবে না।

তাইফুর রহমান মুন্না
মোরেলগঞ্জ,বাগেরহাট

 

 

বহিরাগমনের জন্য আমরা পাসপোর্ট আবেদন করে থাকি সংশ্নিষ্ট আঞ্চলিক অফিসে। অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু অসেচতন নাগরিক অসাধু দালালের মাধ্যমে বাড়তি অঙ্কের বিনিময়ে পাসপোর্ট নিয়ে থাকে এবং পাসপোর্ট আবেদন পর্যন্ত নিজে না করে দালালের মাধ্যমে করার ফলে অনেক ধরনের ভুলভ্রান্তিসহ নানা ধরনের সমস্যায় পড়তে হয় পরবর্তী সময়ে। আমাদের মুখে মুখে প্রচলিত হয়েছে যে, দালাল ছাড়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট মেলে অনেক দেরিতে; কিন্তু এ কথা কতটুকু বাস্তব, তা আমরা খতিয়ে দেখিনি। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দালালবিহীন নিজের পাসপোর্ট নিজে আবেদন করে পাসপোর্ট অফিসে নিয়ে যা, তাহলে দালালের দৌরাত্ম্যও কমবে এবং পাসপোর্ট অফিসের ওই বিষয় সংক্রান্ত নানা বিষয়ে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করি।
আলতাফ হোসেন হৃদয় খান
অক্সিজেন, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন