শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিসিবি পরিচালক মাহবুব আনামকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিশনের উপ-পরিচালক মনজুর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত বছরের ২৮ নভেম্বর মাহবুব আনাম এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দুদক সূত্র জানায়, টেন্ডারে অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কোটি কোটি টাকা আয়,নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাঁটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মাহবুব আনামের বিরুদ্ধে। নোটিসে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে- বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিস প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দিতে বলা হয়। সূত্রমতে, প্রাথমিক অনুসন্ধানে মাহবুব আনামের নামে সাড়ে ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকার সম্পদের তথ্য মেলে। এর মধ্যে ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ, ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে দুদক ত্যাগকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, দুদক সম্পদ বিবরণী চেয়েছিল। সেটি জমা দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন