বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

৪র্থ দিনের মত কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির কর্মকর্তারা ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪র্থ দিনের মত কর্মবিরতিতে অবস্থান করছে । শনিবার বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে জানায় কর্মকর্তা সমিতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে, দাবি সমূহ বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোঠায় ভর্তির ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা থাকলেই ভর্তির ব্যবস্থা করা, অফিস সময় ৯টা থেকে সাড়ে ৪ টার পরিবর্তে সকাল ৮ টা থেকে দুপুর ২টা, চাকরি অবসরের বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীতকরণ, উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন চতুর্থ গ্রেড এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন ষষ্ঠ গ্রেড, শাখা কর্মকর্তা হতে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতির ক্ষেত্রে মোট চাকুরিকাল ১০ বছর, দপ্তর প্রধান পদে স্থায়ী ভিত্তিতে অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা, বিধি মোতাবেক অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমান পদে নিয়োগ, বিশ্ববিদ্যালয় কল্যাণ তহবিলের অর্থ প্রচলিত ৩টি বেতন ভাতার পরিবর্তে ১৫টি বেতন ভাতা প্রদানের ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্রে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসারদের ডেপিুটি চীফ টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি ও আপগ্রেডিং এর ব্যবস্থা, পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তাকে প্রাপ্তির তারিখ থেকে প্রাপ্ত সুবিধা প্রদান, শিক্ষা জীবনের সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী প্রাপ্ত কর্মকতাদের সার্বজনীন রেয়াত হতে বিশেষ সুবিধা প্রাপ্ত কর্মকতাদের ছয় মাসের রেয়াত কর্তন না করা, পদোন্নতি প্রাপ্ত আট কর্মকর্তাকে প্রাপ্তির তারিখ থেকে প্রাপ্ত সুবিধা প্রদান, সৃষ্টিকৃত সিনিয়র পেশ ইমাম পদটি চূড়ান্ত অর্গানোগ্রামে অর্ন্তর্ভূক্ত করা, এছাড়াও নতুন যুক্ত হওয়া দাবিগুলো হলো ভিসির পি এস রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত সহ তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা, বিধি বহির্ভূত ভাবে নিয়োগ প্রাপ্ত রেজিস্ট্রার ভারপ্রাপ্ত জনাব এস এম আব্দুল লতিফকে উক্ত পদ হতে অপসারণ করা এবং এস্টেট অফিসের বিভিন্ন অনিয়ম ও দূর্নিতির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশসহ দোষী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে তিন দফা দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। পরে ২০১৯ সাালের বিভিন্ন সময়ে আন্দোলন চালিয়ে যায় তারা।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি, পো-ভিসি ও ট্রেজারারে সাথে শনিবার দুপুর ২ টায় কর্মকর্তা সমিতির ১৫ সদস্য ভিসির সভাকক্ষে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আগামী সিন্ডিকিটে বিষটি নিয়ে পর্যালোচনা করা হবে এবং ভালো কিছু সুংবাদ দিবেন বলে ভিসি আশ্বাস দেন। কিন্তু কর্মকর্তা সমিতি এতে অসন্তুষ্টি প্রকাশ করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন