শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম


১ মালাঙ
২ জওয়ানি জানেমান
৩ শিকারা
৪ স্ট্রিট ডান্সার থ্রিডি
৫ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র


শিকারা
রাহুল পন্ডিতার ‘আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস’ স্মৃতিকথার অনুপ্রেরণায় বিধু বিনোদ চোপড়া পরিচালিত পলিটিকাল ড্রামা। ১৯৮০ দশকের শেষে আর নব্বই দশকের শুরুতে কাশ্মীর। ব্রাহ্মণ (কাশ্মীরি পন্ডিত) তরুণ শিব কুমার ধর (আদিল খান)। তার মতই পন্ডিত সম্প্রদায়ের শান্তি (সাদিয়া খান)। দুজনের সাক্ষাত হবার পর বিয়ে করে সংসার শুরু করে। একসময় তারা হিন্দু-মুসলমান দাঙ্গা শিকার হয়। বাস্তুচ্যুত হয়ে তাদের স্থান হয় জম্মুর শরণার্থী শিবিরে, কিন্তু তারা শপথ নেয় একদিন ভিটায় ফিরে আসবে তারা। নিজের দেশেই শরণার্থীতে পরিণত হয় তারা। এই পরিস্থিতি থেকে কোনোভাবে মুক্তির উপায় খুঁজে না পেয়ে শিব টাইপরাইটারে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা শুরু করে। এভাবে ১৬৬৫টি চিঠি পাঠাবার পর সে প্রথমবারের মত সে জবাব পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন