শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেলায় শিশুতোষ বই কেন বেশি বিক্রি হয়

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

এবারও বই মেলায় শিশুতোষ বই সব চেয়ে বেশি বিক্রি হচ্ছে। কারণও রয়েছে। প্রতিটা শিশু পিতা মাতার কলিজার টুকরো।তাই ওদের আবদার অভিভাবকদের রক্ষা করতে হয়। শিশুরা আবদার না করলেও ওদের মংগলের জন্য অবিভাকরা মেলা থেকে বই কিনে থাকেন। বয়সের কারণে যেসব শিশু ঠিক মতো বই পড়তো পারেনা কিন্তু বইয়ের ছবি দেখে ধীরে ধীরে পড়ার দিকে ঝুঁকে পড়ে। যারা পড়তে পারে, তারা বিভিন্ন বিষয়ে কৌতুহলী হয়ে ওঠে এবং দারুণ আনন্দ পায়। পরবর্তী জীবনে বইই হয়ে ওঠে তার প্রকৃত বন্ধু। এঅভ্যস শেষে ক্লাশের বই পাঠে শিশুকে মনোযোগী করে তুলে। সে পরীক্ষায় ভাল রেজাল্ট করে। এসব চিন্তা থেকে অন্যসব বই থেকে প্রতিটি বই মেলায় শিশুতোষ বই ভাল বিক্রি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন