বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

‘শেখ হাসিনা : সংগ্রাম ও সাধনা’ গ্রন্থের মোড়ক উম্মোচন করলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৫ পিএম

পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক রচিত ‘শেখ হাসিনা : সংগ্রাম ও সাধনা’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। অমর একুশে বইমেলার মোড়ক উম্মোচন মঞ্চে আজ রবিবার বিকালে গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, আলোর ফেরিওয়ালাখ্যাত শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, সাংবাদিক-সম্পাদক অশোক ধর, পেশাজীবি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোতাহের হোসেন সাজু, অধ্যাপক হীরেন্দ্রনাথ মৃধা, পেশাজীবি নেতা প্রিন্সিপাল এম এ সাত্তার, কবি মাহবুবুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, কবি মিজানুর রহমান, প্রিন্সিপাল মোস্তফা খান চৌধুরী, সাংবাদিক ইউসুফ বাবলু ও তরিকত উল্লাহ প্রমুখ।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, জাতির জনকের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানতে হবে।তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে শেখ হাসিনার সংগ্রামী জীবন তুলে ধরতে প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী এই গ্রন্থে আলোকপাত করেছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন