শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বেবিচকের প্রধান প্রকৌশলীসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ এএম

প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)র প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদ করেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের টিম। টিমের অপর সদস্যরা হলেন, উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান, সহকারি পরিচালক মো. আতাউর রহমান সরকার। জিজ্ঞাসাবাদের মুখোমুখি বেবিচকের অপর দুই কর্মকর্তা হলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম।

দুদক সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি বেবিচকের তিন কর্মকর্তাকে তলবি নোটিস দেয়া হয়। তাতে উল্লেখ রয়েছে, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের বরখাস্তকৃত প্রকল্প পরিচালক মো. আমিনুল হাসিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরষ্পর যোগসাজশনে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। ব্যক্তিগত ভাবে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন-মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন