শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাগমারার ঝিকরায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশ ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সুমন দেব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক প্রাং প্রমুখ। পুলিশ ক্যাম্পের উদ্বোধন শেষে ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ। প্রধান অতিথি বলেন, মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এক সময়ের রক্তাক্ত বাগমারাকে শান্তির জনপদে পরিণত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময় আপনাদের পাশে ছিল। আগামীতেও থাকবে। যে কোনো সমস্যায় আইন নিজের হাতে তুলে নেবেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন