মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী আটক

ভ্রাম্যমাণ সংবাদাদাতা : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

কুমিল্লায় লাগেজের ভেতর থাকা শাড়ি ও কম্বলের ভাঁজ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১কোটি ২০লাখ টাকা। এ সময় দুই নারীকে আটক করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর মাতৃভান্ডার নামে একটি মিষ্টি দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।
আটকরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মো. দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার এবং ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম। গতকাল সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকের বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। তিনি জানান, কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রী বেশে অভিনব কায়দায় লাগেজের ভেতর শাড়ি ও কম্বলের ভাজে ইয়াবা নিয়ে সিলেট যাচ্ছিলেন দুই নারী। গাড়ি পরিবর্তনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর একটি মিষ্টি দোকানের সামনে অবস্থান করেন তারা। দুই নারীকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে দুই নারী বিভ্রান্তিমূলক তথ্যপ্রদানে সন্দেহ হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো বড় বড় চারটি রোলে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, এর আগেও তারা টেকনাফ থেকে ইয়াবা সিলেটের বিভিন্ন এলাকায় পাচার করেছেন। দুই নারীর কাছ থেকে বিপুল পরিমাণের এই ইয়াবা উদ্ধার অভিযানে ছিলেন ডিবি পুলিশের ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিন ও উপ-পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন