শ্রেণিকক্ষ সঙ্কট নিরসন, প্রত্যেক বিভাগের জন্য ল্যাব রুম, সেমিনার রুম শিক্ষকদের পর্যাপ্ত রুম, কমন রুম এবং স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদের দাবিসহ পাঁচ দফা দাবিতে একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষদের কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। পরে দুপুরে প্রশাসনের পক্ষ হতে সঙ্কট নিরসনের আশ^াস দেয়া হলে শিক্ষার্থীরা রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, আগামী রোববার সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে নিয়ে রুম এলোকেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় রুম সঙ্কট সমাধানের ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন