শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিএনপি আ.লীগ ও জাপার মনোনয়ন দাখিল

যশোর-৬ আসনের উপনির্বাচন

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যশোর-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আবুল হেসেন আজাদ ধানের শীষ প্রতীকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিএনপির কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গত বুধবার বিকেল ৪টায় কেশবপুর আসনের উপনির্বানে আ.লীগ মনোনিত প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে আ.লীগ নেতৃবৃন্দ উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার বজলুর রশিদের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জনাব শাহীন চাকলাদারের পক্ষে মনোয়নপত্র জমা দেন কেশবপুর উপজেলা আ.লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজি গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ। আগামী ২৯ র্মাচ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অপর দিকে দুপুর ১ টার দিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাবিবুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ নিয়ে কেশবপুর আসনের উপনির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ জানান, গত ২১ জানুয়ারি কেশবপুর আসনের সংসদ ইসমাত আরা সাদেক ইন্তেকাল করায় গত ২৮ জানুয়ারি কেশবপুর আসন শুণ্য ঘোষণা করায় আগামী ২৯ র্মাচ যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন