শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

ইবির আইআইইআর’র অধীন ভর্তি পরীক্ষা ৬ মার্চ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৮:১০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। সোমবার বিকেলে আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এবছর বিএড এ ৭৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১০ জন শিক্ষার্থী। এছাড়া এমএড এ ৫০ টি আসনের বিপরীতে ৫০ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩০ জন।

আগামী ৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ৩০ মিনিটে ৩০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে।

এ বিষয়ে আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি কোনপ্রকার অসঙ্গতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন