নারী দিবসের জন্য নাটকের গল্প তৈরি করেছেন অভিনেত্রী মেহজাবিন। তার গল্পের ভাবনাটা সমসাময়িক সমস্যা নিয়ে। শূটিং স্পট বা শপিং সেন্টারে ট্রায়াল রুমে মেয়েদের পোশাক বদলের বিষয় নিয়ে তার এই গল্প। এ ব্যাপারে মেয়েদের সচেতন করতেই নাটকের গল্প ভেবেছেন। নাটকের নাম থার্ড আই। নাটকটির চিত্রনাট্য করেছেন তিনি। পরিচালনা করবেন শ্রাবণী ফেরদৌস। কেনাকাটা করতে গিয়ে অনেক নারীর নানা রকম তিক্ত অভিজ্ঞতার কথা নাটকে তুলে এনেছেন। মেহজাবিন নিজে শপিং সেন্টারে পোশাক কিনতে গেলে চেঞ্জিং রুমে যান না। মেহজাবীন বলেন, দেড় বছর আগে বিষয়টি নিয়ে কাজ করার ভাবনা মাথায় আসে। আমাদেরকে অভিনয় আর মডেলিংয়ের জন্য নানা জায়গায় যেতে হয়। ড্রেস চেঞ্জের বিষয়টা থাকে। আমি সব সময় সতর্ক থাকার চেষ্টা করি। আশপাশে তো অনেক ধরনের মানুষ থাকে, কার চিন্তাভাবনা কখন কী ধরনের হয় বোঝা যায় না। এ সময় চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা থাকা অস্বাভাবিক নয়। তবে আমি ড্রেস চেঞ্জের সময় ঘরের আলো নিভিয়ে নেই। সেখানে যদি গোপন কোনো ক্যামেরাও যাতে আমাকে ক্যাপচার করতে না পারে। আমাদের মেয়েরা যাতে এ ব্যাপারে সচেতন হয়, তাই এ গল্পটা লিখেছি। বিপণিবিতানে পোশাক কিনতে গেলে ট্রায়াল দিতে হয়। ট্রায়াল রুমে ঢোকার আগে চারপাশটা ভালোভাবে দেখে নেয়াটা সবার উচিত। মেয়েদের নিজের জায়গা থেকে সচেতন থাকা জরুরি। কী করা উচিত, তাই আমি নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি। উল্লেখ্য, নাটকটির শূটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আবির মির্জা, মনির খান শিমুল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন