শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্বাস্থ্যবিধি মেনে শুটিং বন্ধ রেখেছি-মেহজাবিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শুটিং থেকে বিরতি নিয়েছেন। লকডাউনের মধ্যে শুটিং চললেও তিনি অভিনয় করছেন না। নির্মাতাদের কাছে চাহিদা সম্পন্ন এই অভিনেত্রী নিজ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি বাসায় থাকছেন। মেহজাবিন জানান, গত ২৯ মার্চ থেকে শুটিং করছি না। লকডাউনের আগে থেকেই শুটিং বন্ধ রেখেছি। এই সময়ে করোনা প্রতিরোধের জন্য আমাদের ঘরে থাকা উচিত। প্রত্যেকেরই সচেতন হয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এগিয়ে আসা দরকার। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা নাহলে, এ থেকে মুক্তি মিলবে না। আমি স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি না। মেহজাবিন গত ফেব্রুয়ারিতে ভালবাসা দিবসে অনেকগুলো নাটকে অভিনয় করেন। এর মধ্যে এক ডজন নাটক প্রচার হয়। এর পরপরই ঈদের নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন। কিছু নাটকের শুটিংও শেষ করেছেন। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হওয়ায় নাট্যাঙ্গণে তার চাহিদাও বেশি। প্রত্যেক নির্মাতাই তাকে নিয়ে নাটক নির্মাণ করতে আগ্রহী। মেহজাবিন বলেন, যেসব নাটকের গল্প পছন্দ হচ্ছে, সেগুলোতেই কাজ করছি। নিশ্চয়ই দর্শকরা দেখছেন কতটা ভিন্নধর্মী চরিত্রে কাজ করছি। গতানুগতিক চরিত্র করে আনন্দ পাই না। তাই আলাদা কিছু করার প্রতিই মনোযোগ থাকে আমার। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন জানান, আপাতত নাটকের কাজেই ব্যস্ত থাকতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন