বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে নতুন বিতর্কে ভারতবাসী। সবাই যখন নিজের দেশ নিয়ে চিন্তিত ঠিক তখনই করোনা ভাইরাস নিয়ে প্রতিবেশি দেশ পাকিস্তানের সাধারণ মানুষদের জন্য চিন্তা প্রকাশ করলেন ঋষি।
টুইটে জানিয়েছেন, পাক জনতার জন্য তিনি যথেষ্ট উদ্বিগ্ন। কারণ, সে দেশের প্রতি তার ভালোবাসা, টান আজও রয়েছে। একসময় ভারত-পাতিস্তান একটাই দেশ ছিল! নরেন্দ্র মোদি ২২ মার্চ জনতা কার্ফু জারি করেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে নানা পহক্ষেপ নিচ্ছেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানেরও উচিত দেশবাসীর স্বার্থে এই ধরনেরই কিছু পদক্ষেপ নেওয়া। টুইটে খোদ ইমরানকে পরামর্শ দেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন