বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাত ৮টা পর সুবর্ণচরে দোকানপাট বন্ধ

সুবর্ণচর (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৮ এএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণ-ব্যাধি করোনাভাইরাস থেকে নোয়াখালীর সুবর্ণচরের মানুষকে মুক্ত রাখতে উপজেলা প্রশাসন রাত ৮টার পর ফার্মেসি ও মুদি দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ সময় অপ্রয়োজনে লোকজন যেন জটলা বা ঘুরাঘুরি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করে উপজেলা প্রশাসন। গত রোববার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে ‘উপজেলা দূর্যোগ-ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জিও-এনজিও কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন হাট-বাজারের সভাপতি-সম্পাদক, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ও চরজব্বার থানা ওসি শাহেদ উদ্দিন। সভায় উপজেলায় ইতোমধ্যে বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়। সরকারি নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন