মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পম্পেওর আফগানিস্তান সফর কতটা ফলপ্রসূ

তালেবান নেতা বারাদারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আফগানিস্তানে এক সংক্ষিপ্ত সফর শেষে ফেরার পথে সোমবার কাতারে তালেবান নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান অরতাগাস জানান, গত মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে তালেবান নেতাদের ওপর চাপ দেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।এমন প্রেক্ষাপটে আফগান নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেরার পথে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে তালেবান নেতা মোল্লাহ আবদুল ঘানি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেন মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানদের মুখ্য আলোচক ছিলেন তিনি। অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্ব›দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে কাবুল ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি গনি ও আব্দুল্লাহর মধ্যকার মতবিরোধ নিরসনের উদ্দেশ্যে সোমবার একদিনের অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়েছিলেন। কাবুলে পৌঁছে তিনি আলাদা আলাদাভাবে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু দুই রাজনৈতিক নেতা নিজেদের অবস্থানে অটল থাকায় পম্পেও’র পক্ষে সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এছাড়া, তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত সা¤প্রতিক কথিত শান্তিচুক্তির অগ্রগতি খতিয়ে দেখাও ছিল পম্পেও’র কাবুল সফরের অন্যতম উদ্দেশ্য। তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি শান্তি আলোচনায় বসার কথা রয়েছে। এপি, আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন