শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শেখ রেহানার চরিত্রে সামান্তা

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

সানিতা রহমান সামান্তা। ছোট পর্দার এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেত্রী। যদিও অভিনয়ে জীবনে তার পথচলা শুরু হয়েছিলো সাফি ইকবাল পরিচালিত ‘ও সাথীরে’ সিনেমাতে অপু বিশ^াসের ছোট্টবেলার চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। এই সিনেমায় অভিনয় করেন তিনি ২০০৭ সালে। মাঝে কেটেগেলো একযুগ। এই একযুগে অভিনয় জীবন নিয়ে উল্লেখ করার মতো তেমন কোন কাজ করার সুযোগ পাননি সামান্তা। তবে পেশাগতভাবে অভিনয় জীবনের শুরুর মাত্র কিছুদিনের মধ্যেই সামান্তা তার অভিনয় জীবনের সর্বোচ্চ সুযোগটিই হয়তো পেয়ে গেলেন। শ্যাম ভানেগালের নির্দেশনায় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সিনেমাটি নির্মাণ হবার কথা রয়েছে তাতে শেখ রেহানার ছোটবেলার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন সামান্তা। ঠিক এই মুহুর্তে সামান্তার বাবা মিজানুর রহমান বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশী হতেন। কিন্তু মাত্র কিছুদিন আগে অর্থাৎ গেলো ২৪ ফেব্রæয়ারি সামান্তা তার বাবাকে হারান। তাই বাবাকে এই মুহূর্তে ভীষণ মিস করছেন বরগুনার মেয়ে সামান্তা। তারপরও অভিনয় জীবনের এই অন্যতম অর্জন নিয়ে সামান্তা বলেন,‘ আব্বুকে এই মুহূর্তে খুউব মিস করছি। আব্বু বেঁচে থাকলে হয়তো অনেক খুশী হতেন। তারপরও আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। শ্রদ্ধেয় শেখ রেহানা আপার চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া আমার অভিনয় জীবনের অনেক বড় পাওয়া। শুধু এখন সবার কাছে দোয়া চাই যেন আমি আমার নিজেকে এই চরিত্রে যথাযথভাবে যেন উপস্থাপন করতে পারি।’ দেশই শুধু নয় বর্তমানে করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ^। এমন অবস্থায় সামান্তা এই সংবাদ প্রকাশে খুব বেশি আগ্রহী ছিলেন না। কিন্তু তারপরও নিজের ভালোলাগাটুকু তিনি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। কারণ অল্পদিনের অভিনয় জীবনে এটি তার অনেক বড় প্রাপ্তি। সামান্তার মা আলেয়া বেগমও মেয়ের এই প্রাপ্তিতে ভীষণ খুশী। সামান্তা পড়ছেন ইÐিপেÐেন্ট ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যাÐ কমিউনিকেসন বিষয়ে অনার্সে। তার অভিনীত প্রথম নাটক ছিলো সকাল আহমেদ’র নির্দেশনায় থার্ড আই’। সামান্তার মামার বন্ধু স্থির চিত্রগ্রাহক শাহীন মাসুদের সহযোগিতায় ‘ও সাথীরে’ সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। গেলো ২১ ফেব্রæয়ারি থেকে একুশে টিভিতে প্রচার শুরু হয়েছে সামান্তা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘খান বাড়ি বাড়াবাড়ি’। এতে তিনি মাহমুদুল ইসলাম মিঠুর (বড় দা মিঠু) মেয়ের চরিত্রে অভিনয় করছেন। নাটকটি প্রচারের পর সামান্তা তার ভিন্নধর্মী অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হচ্ছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন