শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বৃদ্ধার মানবেতর জীবন

ভুলপথে সান্তাহার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

ঢাকা থেকে ট্রেনে ওঠে ভুলপথে সান্তাহার জংশন স্টেশনে এসে করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় বিপদে পরেছেন ফাতেমা (৭০) নামের এক বিধবা নারী। সে যশোহর সদর উপজেলার সংর্গপুর এলাকার মৃত খলিলুর রহমান খলিলের স্ত্রী। 

জানা যায়, গত ২৬ মার্চ ঢাকার সহরোওয়ার্দীতে চিকিৎসা নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনে আসেন ট্রেনযোগে বাড়িতে ফেরার জন্য। এসময় খুলনার ট্রেনে না ওঠে কুড়িগ্রামের ট্রেনে ওঠে পরেন। ট্রেনযাত্রীদের কথা শুনে সান্তাহার জংশন স্টেশনে ওই ট্রেন থেকে নেমে পরেন। পরে জানতে পারেন সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি সান্তাহার জংশন স্টেশনে আটকা পরেছেন। গত মঙ্গলবার ছুটে যান স্থানীয় পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। তার তিনবেলা খাবারের দায়িত্ব নেন এবং পরিষদের লোকজকে সার্বক্ষনিক খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন