শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভাতিজাকে হারিয়ে শোকাহত সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৬:২৪ পিএম | আপডেট : ৮:১৩ পিএম, ২ এপ্রিল, ২০২০

করোনা প্রাদুর্ভাবে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর লকডাউনের সিদ্ধান্ত সামনে আসতেই স্বপরিবারে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে পানভেলের বাগান বাড়িতে চলে যান সলমন খান। আপাতত সেখানেই বাবা,মা, ভাই, বোনদের সঙ্গে রয়েছেন সালমান।

এই সংকটের সময়ে বলিউড ভাইজান সালমান খানের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তবে সেটা করোনার জন্য নয়। সালমান খানের ভাতিজা আবদুল্লাহ খান মৃত্যু বরণ করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ, তাই প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার। যদিও সালমানের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল।

সোমবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর।

সালমান খানের ম্যানেজার জর্ডি প্যাটেল জানান, লকডাউনের জেরে ভাইপো আবদুল্লা খানের শেষ বিদায়ে হাজির হতে পারেননি সালমান খান। তার জেরেই মন ভেঙে গিয়েছে বলিউড ভাইজানের।

প্রিয় ভাতিজা মৃত্যুতে শোকাহত সালমান ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং নিজের একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, সব সময় তোমাকে ভালবেসে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন