সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়া কাপের আশা ছাড়ছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে ১৫ মার্চ থেকে কোনো ক্রিকেট ম্যাচই মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে যে কোনো খেলার ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব। তার পরও আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর আশা দেখছে আয়োজন পাকিস্তান।

যদিও এই পরিস্থিতিতে সিদ্ধান্ত সহজে নেওয়া না গেলেও অবশেষে মুখ খুলেছেন পিসিবি সভাপতি এহসান মানি। গতকাল তিনি বলেন, ‘এশিয়া কাপ আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা আছে এটা সত্যি। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো বিশ্বই তো এখন বিপাকে রয়েছে। অনিশ্চিত একটা অবস্থা সব জায়গায়। আপনি বলতে পারবেন না সেপ্টেম্বরে কি হবে। আমাকে ভুল বুঝবেন না। এটা আসলে অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। শুধু জল্পনা কল্পনায় কিছু হবে না। হয়তো এই পরিস্থিতি এক মাসের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন