করোনাভাইরাস পরিস্থিতিতে লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের কাছে আটক ব্যাটারী চালিত অটোরিকসা ও সিএনজি চালকদের মাঝে বুধবার সকালে কালেক্টরেট প্রাঙ্গনে সমাজসেবা বিভাগের আওতায় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।
প্রথম পর্যায়ের ৯০জন চালকের প্রত্যেককে ১০ কেজি চাল, ১লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।
এসময় সহকারি কমিশনার (নেজারত) বনি আমিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ
উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, প্রথম পর্যায়ে ৫ শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন ৯০ পরিবারকে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পুরো জেলা লকডাউন করা হয়েছে। সিএনজি অটোরিক্সা চালকরা এ পেশার উপরেই নির্ভরশীল। চলমান লকডাউনের কারণে তারাও কর্মহীন। তাই তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজসেবার বিভাগের আওতায় এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার কর্মহীনদের মাঝে এ সহায়তা দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন