টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে করোনার কারনে কর্মহীন ৪ শত ৫০টি উপজাতি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ (০৪.০৫.২০২০) সোমবার দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়াপাড়া মসজিদ সংলগ্ন খোলা মাঠ থেকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপস্থিত উপজাতীয়রা সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক , সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদার, আদিবাসী টাইব্রাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন