ভোলার তজুমদ্দিনে করোনাভাইরাস দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পরা প্রায় অর্ধশত নরসুন্দর (শীল) পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
বুধবার বিকালে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় এমপি শাওন বলেন, খুজে খুজে সকল পেশাজীবি মানুষের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। বিশ্ব ব্যাপী এই মহামারীতে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আপনারা বাড়িতে থাকবেন হাটুর লাইনে যোগাযোগ করবেন খাদ্য সহায়তা পৌছে দেওয়া হবে বাড়ি বাড়ি।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, উপজেলা আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ প্রমুখ।
মন্তব্য করুন