বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দেশের মানুষকে খাদ্যের নিশ্চয়তা দিতে হবে -নোবেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম

অনেক দিন ধরে ঘরে বসে অফিসের কাজ করছি। মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য বের হতে হয়। কয়েক দিন আগে গুলশানের রাস্তায় বের হওয়ার পর হঠাৎ একজন ভ্যানচালককে দেখে গাড়ির গ্লাস নামাই। জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা, ভাই? তার ভাষায় বললেন, ‘এটা কী কথা জিজ্ঞেস করলেন! সমস্যা মানে! ৬ দিন ধরে কোনো কাজ নাই। কেউ ডাকছে না। পকেটে কোনো টাকা নাই। কী খাব, পরিবারের মানুষকে কী খাওয়াব কিছুই জানি না!’ মানুষটার চেহারাটাও কেমন যেন হয়ে গেছে। আমি তার হাতে কিছু টাকা দিলাম। হয়তো কয়েক দিন চলে যাবে। কিন্তু আগামী এক মাস ধরে যদি এই অবস্থা চলে, তাহলে কীভাবে চলবে? রাস্তায় একটা গাড়ি থামলে, স্বল্প আয়ের মানুষ, রিকশাচালকেরা দৌড় দিয়ে আসেন। বলতে থাকেন, ‘মামা কিছু দেন, মামা কিছু দেন!’ কী যে অবস্থা। টেলিভিশন চ্যানেলের খবরেও হরহামেশা এমন চিত্র দেখছি।করোনা মহামারিতে বিভিন্ন পেশার শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষেরা ভীষণ বিপদের মধ্যে আছেন। আমাদের দেশে কয়েক কোটি মানুষ এখন এই অবস্থায় দিন পার করছেন। অনেকে সাহায্য–সহযোগিতা করছেন। কিন্তু এসবের একটা সার্বিক সমন্বয় দরকার। একটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সহযোগিতা করা উচিত। আমাদের দেশের বেশির ভাগ মানুষ পেটের দায়ে করোনাকে উপেক্ষা করে রাস্তায় নামছেন। দেশের মানুষকে লকডাউন পরিস্থিতিতে নেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যের নিশ্চয়তাও দিতে হবে। আমাদের দেশে অনেক সামর্থ্যবান মানুষ যেমন আছেন, তেমনি বড় বড় দেশীয় ও বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সরকারের উচিত সবাইকে ডেকে একটা জায়গায় করা। প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়ে একটা কমিটি করা। সরকারি পর্যায় থেকে তাদেরকে একেকটা অঞ্চল ভাগ করে দিয়ে বলতে হবে, এই অঞ্চলের দায়িত্ব আপনার কিংবা আপনাদের। করোনাকালীন সঠিক উপায়ে এই খাদ্যসংকট মোকাবিলা করতে হবে। পাশাপাশি চিকিৎসক ও পুলিশ, যারা এখনও মাঠে কাজ করছে তাঁদের সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস কিংবা কোভিড-১৯ এমন একটা রোগ, এটার জন্য বেশি বেশি পরীক্ষা দরকার। এখন কয়েকটি ল্যাব এই রোগের পরীক্ষা করে। এটাকে আরও সম্প্রসারণ করতে হবে। শহরের পাশাপাশি গ্রামের দিকেও নজর দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন