টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারে টিসিবির পণ্য দোকানে অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে হায়দার আলী নামে এক ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে একটি দল উপজেলার সাগরদিঘী বাজারে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একতা স্টোর নামে একটি মনোহারী দোকানে অভিযান চালালে টিসিবির ৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় দোকানদার হায়দার আলী টিসিবির আরো ৬৪ লিটার সয়াবিন তেল ক্রেতাদের কাছে বিক্রি করার কথা স্বীকার করে। তার দাবী সে তেল গুলি ঢাকা থেকে নিয়ে এসেছে। পরে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারা অনুযায়ী টিসিবির মালামাল দোকানে অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ী হায়দার আলীকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করেন। এ ছাড়া তার দোকানে সরকারি জন্মনিয়ন্ত্রন সামগ্রী পাওয়া যাওয়ায় সরকারি পণ্য মজুদ ও বিক্রির দায়ে তার কাছ থেকে আরো ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধ ব্যবসায়ী ও মজুদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন