কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন র্যালি আলোচনা সভা ও চারা বিতরণ করা হয়েছে। কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভায় মিলিত হয়। কৃষি কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি গোপালগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, নির্বাচন কর্মকর্তা হাসান উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, কৃষক লীগ সভাপতি জাফরুল ইসলাম, চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল। পরে মেলার উদ্বোধন ও গাছের চারা বিতরণ করেন মুজিবুর রহমান হাওলাদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন