সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইরফানের মৃত্যুতে হৃদয় বিদারক শোকবার্তা দিলেন তিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৫:০৪ পিএম

প্র‍য়াত বলিউডের জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা ইরফান খান। এ অভিনেতার মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা ভারত। পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের শোবিজ তারকা ও ভক্তরা। এ তালিকায় পিছিয়ে নেই বলিউডের শীর্ষ স্থানে থাকা তিন খান। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকার্ত শাহরুখ, আমির ও সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় বিদারক শোকবার্তা জানিয়েছেন তারা।

ইরফান খানের চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলিউডের বাদশা শাহরুখ খান। বন্ধু সম্বোধন করে এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ' প্রিয় বিন্ধু আমার। আমাদের সময়ে তুমিই সেরা অভিনেতা ও আমাদের অনুপ্রেরণা। ইরফান ভাই আল্লাহ তোমার আত্মার মঙ্গল করুক। তুমি আমাদের জীবনের বিশেষ এক অংশ ছিলে, আমাদের স্মৃতিগুলো বুকে জড়িয়ে মনে রাখব তোমায়।’

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান এক টুইট বার্তায় বলেন, 'ইরফানের চলে যাওয়ার খবর শোনার পর থেকে খুবই খারাপ লাগছে। কষ্টদায়ক এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। আপনার পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। কাজের মধ্য দিয়ে আপনি যেভাবে সবাইকে আনন্দিত করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে সর্বদা মনে রাখব।'

প্রিয় অভিনেতার ও সহকর্মীর মৃত্যুতে মর্মাহত সালমান খান।স শোক প্রকাশ করে তিনি জানান, 'সিনেমার জগত, অনুরাগী, আমাদের বিশেষ করে তার পরিবারের বিরাট ক্ষতি হলোম আপনার পরিবারের জন্য মনটা খুব খারাপ। এ শোক কেটে উঠুক আপনার পরিবার। শান্তিতে ঘুমাও ভাই। আমাদের অন্তরে চিরদিন থাকবেন আপনি।'

টানা দুই বছর লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন ইরফান। মাঝে সুস্থ হয়ে সিনেমায় কামব্যাক করলেও অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি। বুধবার সকালে মুম্বাইয়ের ধীরুভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ানকে রেখে গেছেন ইরফান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন