প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটে সাধারণ ক্ষমার আওতায় প্রায় ৪০ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী বৈধতার সুযোগ পাচ্ছে বাহরাইনে। বৈশ্বিক সঙ্কট করোনার এই কঠিন সময়ে অবৈধ বা অনিয়মিত বিদেশিদের সাধারণ ক্ষমার মাধ্যমে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বাদশাহ হামাদ বিন ঈসা আল খালিফা। দেশটিতে বাংলাদেশিসহ সকল অভিবাসী কর্মীই ঘরবন্দি অবস্থায় রয়েছে। করোনার কারণে বাহরাইন সরকার এরইমধ্যে বিদেশি কর্মীদের আগামী জুন পর্যন্ত সব ধরনের মাশুল মওকুফ করে দিয়েছে। তবে যেসব অভিবাসী কর্মীর বিরুদ্ধে মামলা চলছে তারা সাধারণ ক্ষমার সুবিধা পাবেন না।
গত ৫ এপ্রিল থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশটিতে ৪০ হাজার বাংলাদেশিসহ লক্ষাধিক অবৈধ অভিবাসী কর্মী বৈধতা লাভের সুযোগ পাচ্ছে। দীর্ঘ দিন যাবত এসব অবৈধ কর্মীরা দেশটিতে পালিয়ে পালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে। বাহরাইন থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যে বাহরাইনে অবৈধ প্রবাসী কর্মীরা নতুন পাসপোর্ট জোগাড় করাসহ অন্যান্য ডকুমেন্ট প্রদর্শনপূর্বক ফি বা মাশুল ছাড়াই সরকারি না হয় কোম্পানী ভিসা লাগিয়ে বৈধ হতে পারবেন। অথবা জরিমানা ছাড়া নিজ নিজ দেশে ফিরতে পারবেন। দূতাবাসের একজন
কর্মকর্তা জানান, বাহরাইনে কর্মসংস্থানের জন্য বৈধ ভিসা নিয়ে গিয়ে নানা কারণে অবৈধ হয়ে পড়া প্রায় ৪০-৪৫ হাজার বাংলাদেশি রয়েছে। সাধারণ ক্ষমার আওতায় বৈধতার সুযোগ পাওয়ায় অবৈধদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৯ এপ্রিল পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে। আরা এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং দু’মাসের বেশি সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৭০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন